পাহাড়ে সন্ত্রাস, গুম,খুন ও অপহরণ বন্ধের দাবীতে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও নাগরিক সমাজ’র মানববন্ধন করে
পাহাড়ে চাঁদাবাজি, হত্যা, খুন গুমসহ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ ও নাগরিক সমাজ’র এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বাঙ্গালী সংগঠনগুলোর নেতাকর্মীরা ছাড়াও লামা উপজেলার সরই ইউনিয়ন, সদরের রাজবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাহাড়ী-বাঙ্গালীরাও অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক আতিকুর রহমান, পার্বত্য ছাত্র পরিষদের সভাপতি কেন্দ্রীয় নেতা কামরান ফারুক, পার্বত্য বাঙ্গালী সমাজের নেতা মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্ত্যারা বলেন,গত ১১ই নভেম্বর লামার সরই ইউনিয়নের মোটর সাইকেল চালক সাজ্জাদ’কে হত্যা এবং রাজবিলা ইউনিয়নের মোটর সাইকেল চালক আলিম’কে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ, খুন-গুমসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সন্তু লারমার বাহিনী। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি অপহরণ, খুন সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি র‌্যাবের ইউনিট স্থাপনের দাবী জানাচ্ছি।

আরও পড়ুন