নাইক্ষ্যংছড়িতে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

NewsDetails_01

32বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুদত্ত চাকমা। শুক্রবার সকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুগ্ম সচিব সুদত্ত চাকমা উপজেলার নবগঠিত সোনাইছড়ি ইউনিয়ন এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উন্নয়ন কাজ সোনাইছড়ি জুনিয়র হাই স্কুল ভবন, ছাত্রীনিবাস, নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ বাংলোর ভবন, নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যচিং চাক, বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা অধ্যাপক শফিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ সদস্য সচিব ইমরান মেম্বার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, জেলা পরিষদ এর প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ নেতা অধ্যাপক শফিউল্লাহ বলেন, সচিব মহোদয় এর আগমনে এলাকার উন্নয়ন আরো বেগবান হবে, তিনি সরজমিনে সম্ভাবনাময় এই উপজেলার দূর্গম স্থান সমূহ পরিদর্শন করেছেন, আমরা এলাকার বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেছ।

আরও পড়ুন