দূর্গম এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে- বীর বাহাদুর

NewsDetails_01

বর্তমান সরকারের বর্তমান সরকারের আন্তরিকতার কারণে দূর্গম এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে । ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ভাষায় প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের ফলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরা আরো এগিয়ে যেতে পারবে।
রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নবনির্মিত এই মেঘলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনকালে এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, আগামীতে পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে । পরিকল্পনা অনুযায়ী তা দ্রুত বাস্তবায়ন করা হবে ।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা,পৌর মেয়র ইসলাম বেবী ।

আরও পড়ুন