থানচিতে পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে । শনিবার সকাল ১০ টায় থানচি বাজার প্রাঙ্গনে ২০ বছর পূর্তি উদযাপন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ।থানচি উপজেলা ভাইস চেয়ারম্যান ও জনসংহতি সমিতি সভাপতি চসাথোয়াই মারমা সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম জলিমং মারমা প্রধান অতিথি , থানচি উপজেলা শাখা সাধারণ সম্পাদক মেমংপ্রু মারমা, সহ-সভাপতি ম্যানওয়েল ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক জন ত্রিপুরা,সহ সভাপতি নুমংপ্রু মারমা (টাইগার) পাহাড়ি ছাত্র পরিষদ, থানচি উপজেলা শাখা সভাপতি মংছোরী মারমা, সাধারণ সম্পাদক থুইমংপ্রু মারমা প্রমূখ । সভায় বক্তারা বলেন, আমরা অস্ত্র জমা দিয়েছিলাম কিন্তু প্রশিক্ষণ, মেধা,যুদ্ধের কৌশল জমা দেইনি।। অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়ন করুন, আর তা না হলে আমাদের পূর্বে অবস্থা ফিরে যেতে বাধ্য করবেন না ।

আরও পড়ুন