থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের অর্থ ও ঢেউটিন বিতরণ

NewsDetails_01

থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের অর্থ বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা
বান্দরবানের থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্ধের ঢেউটিন ও নগদ টাকা বিতরন করা হয়েছে। গত ২৪ শে জুন শনিবার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের অংথোয়াই প্রু কারবারী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০ আদিবাসীর বাড়িঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্থের পরিমান নির্ণয় পর উপজেলা প্রশাসন হতে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৪ টা জনসেবা কেন্দ্রে ( গোলঘর)’র ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে ১ বান করে ২০ বান ঢেউ টিন, ৩ হাজার টাকা করে নগদ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান উ,ক্যহ্লাচিং মারমা, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থোয়াইহ্লামং মারমা, শ্রমিক লীগের সাবেক সভাপতি রতন মারমা, অংথোয়াই প্রু পাড়ার প্রধান নিথোয়াইউ কারবারী প্রমূখ উপস্থিত ছিলেন,
এসময় থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ বীর বাহাদুরের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে ।

আরও পড়ুন