তুলা চাষে স্বাবলম্বী হতে পারে কৃষক

NewsDetails_01

তুলা দিয়ে তৈরি হচ্ছে কাপড় আর তুলার বীজ দিয়ে তৈরি হচ্ছে জুস ।পাহাড়ি জমি তুলা চাষের জন্য উপযোগী । আর তুলা চাষ করে একজন কৃষক স্বাবলম্বী হতে পারে । তাই তুলা চাষে কৃষকদের মনোযোগী হতে হবে ।

শনিবার থানচি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনের কৃষকদের মাঝে তুলা বীজ ও আগাছানাশক বিতরনকালে এসব কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা ।

অনুষ্ঠানে সভাপতিত্ত করেন বান্দরবান তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মৃধা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, সদর ইউনিয়নের সংরক্ষিত সদস্য নুচিংপ্রু মারমা, ওয়ার্ড মেম্বার উসাইনঅং মারমা,মংসিংহাই মারমা,নাইসিংচিং মারমা,বলিপাড়া ইউপি সাবেক মেম্বার সাথুইখয় মারমা প্রমূখ ।

NewsDetails_03

বান্দরবান তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মৃধা চাষীদের উদেশ্যে বলেন, তুলা চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন । তুলা চাষের জমির মাটির ক্ষয়রোধ করে । পার্বত্য জেলা তুলা চাষের উপযোগী ।

তিনি আরো বলেন, গত তিন বছরে পরীক্ষামূলক প্রকল্পে পাহাড়ে মাটিতে প্রতি একরে ৫০মন তুলা উৎপাদন হয়েছে ।

সভা শেষে ৯৩ জন কৃষকের মাঝে আড়াই কেজি তুলা বীজ ও ৫০০ গ্রাম করে আগাছানাশক বিতরণ করা হয় ।

আরও পড়ুন