জলকেলিতে মাতোয়ারা বান্দরবানের মারমা আদিবাসীরা

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার মারমা সম্প্রদায় তাদের নব বর্ষবরণ উৎসব “সাংগ্রাই” এর জলকেলীতে মেতে উঠেছে। রোববার বিকালে জেলা শহরের রাজার মাঠে জলকেলিতে মেতে উঠে তারা।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন,পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
তরুণীদের সামনে বিভিন্ন পাত্রে বা জলাধারে জল রাখা থাকে। তরুণেরা জলভর্তি পাত্র নিয়ে দলে দলে এসে ‘সাংগ্রাইংতে মিলে মিশে পানি খেলা খেলি ও ভাই সকলে ও বোন সকলে এসো একত্রে আনন্দ করি’। রাঙা পুস্প শোভিত এ মাসে আতœহারা হয় সাংগ্রের আনন্দে এই শুভ দিনে তুলনাহীন তুমি, প্যন্ডেলে বসে স্বাগত জ্বানাও, সাংগ্রেং এর জল হীম শীতল সুন্দরী তুমি অপূর্ব শহরের অলিতে-গলিতে এই ধরনের আদিবাসী গান গেয়ে আদিবাসীরা এক অপরকে পানি বর্ষন করে জলকেলী উৎসবে মেতে উঠে।
মারমা আদিবাসীদের এই জলকেলি উৎসব পাহাড়ী-বাঙালির মিলন মেলায় পরিনত হয়। দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসে শত শত পর্যটক। সোমবার ১৬ এপ্রিল রাজার মাঠে জলকেলি মাধ্যমে জেলার উপজেলাগুলোতে শেষ হবে সাংগ্রাই অনুষ্ঠান।

আরও পড়ুন