ঐক্য গড়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করুন : বীর বাহাদুর

NewsDetails_01

সরই এর হাছনাভিটা রাস্তা নির্মাণের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বীর বাহাদুর
সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না, এদের কারণে পাহাড়ে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয়। তাই ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী ও চাাঁদাবাজদের কঠোর হস্তে দমন করুন। বৃহস্পতিবার বিকালে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর, সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি স্থানীয়দের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলমের সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠানে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হারুল অর রশিদ, আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লে.কর্ণেল মাহাবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান সদর পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বিশেষ অতিথি ছিলেন।
এ সময় রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ-মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এর আগে বীর বাহাদুর উশৈসিং এম.পি ইউনিয়নের লুলাইং বাজারের ম্রো সমাবেশ যোগদান শেষে সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়ায় ১০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাছনাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, হাছনা ভিটা হতে ধুংছাপাড়া পর্যন্ত নির্মিত রাস্তা উদ্ভোধন, সরই উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ইউনিয়ন পরিষদ হতে হাছনাভিটা পর্যন্ত রাস্তা উদ্বোধন করেন। পরে ক্যয়াজুপাড়া বাজারে সুইচ টিপে সরই থেকে গজালিয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন