আরকান আর্মির নেতা রেনিন সো’কে উদ্ধারের দাবি পরিবারের

NewsDetails_01

বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী শসন্ত্র সংগঠন আরকান আর্মির নেতা রেনিন সো’কে উদ্ধার ও প্রকাশ্যে আনার দাবি জানান তার স্বজনরা। আজ রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়।
১৫ সালের ১৪ অক্টোবর রাঙামাটির রাজস্থলি থেকে নিরাপত্তা বাহিনী রেনিন সো’কে আটকের পর সন্ত্রাস দমন আইন, অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি মুদ্রা পাচার আইনে ৩টি মামলা দায়ের করে। এসব মামলায় গত ৫ জুন জামিনে বের হলে সাদা পোশাক পরিহিত কিছু লোক তাকে অস্ত্রের মুখে তুলে নেয়। এই ব্যাপারে গত ২২ জুন রাঙামাটির কতোয়ালি থানায় একটি জিডি করা হলেও তাকে উদ্ধার করতে না পারায় তার পরিবারের দুই সন্তান, স্ত্রীসহ স্বজনরা মানবেতর জীবন যাপন করছে।
সংবাদ সম্মেলনে রেনিন সো’র স্বজন উসুই মং মার্মা রেনিন সো’কে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য মন্ত্রীর সহযোগিতা কামনা করে বলেন, তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর বা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করলে তাকে প্রকাশ্যে আনা হোক।

আরও পড়ুন