আগামী ২২ ফেব্রুয়ারি বাইশারীতে যাচ্ছেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং (এমপি)
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং (এমপি) আগামী ২২ ফেব্রুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সফরে যাচ্ছেন। আর এ উপলক্ষে বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।
গত রোববার পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি ২০১৮ইং বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মহোদয় আগমণের কথা রয়েছে। তাই এলাকার সকল শ্রেণি পেশার মানুষ ও দলমত নির্বিশেষে ঐদিন জনসভায় উপস্থিত এবং পরামর্শের জন্য আজকে এই সভার আয়োজন।
তিনি আরো বলেন, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর মানে এলাকার উন্নয়নের নাম। মন্ত্রী মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় বাইশারীতে স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পর আজ বিদ্যুৎতায়ন হয়েছে। পাশাপাশি অসংখ্য রাস্তাঘাট, কার্পেটিং, ব্রিক সলিং, ব্রীজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রতিষ্ঠানের আসবাবপত্র প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, বৌদ্ধ বিহার নির্মাণ সহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানেও অর্ধ কোটি টাকার কাজ এলাকায় চলছে।
ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজুর পরিচালনায় প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ আনোয়ার, নাজমা খাতুন রাবার বাগানের সিনিয়র ব্যবস্থাপক মোঃ আল আমিন, অপরাজিতা রাবার বাগানের ব্যবস্থাপক মোঃ শফি, যুবলীগ নেতা আবু জাফর, শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর প্রমুখ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান শামশুল আলম, প্যানেল চেয়ারম্যান-(২) সাবেকুন্নাহার, মহিলা ইউপি সদস্যা সেলিনা আক্তার বেবি, ইউপি সদস্য আবু তাহের, আনোয়ার ছাদেক, আবুল হোসেন আবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, ডিভাইন রাবার বাগান ম্যানেজার রবিউল হাসান, পিএইচপি রাবার বাগানের অফিস সহকারি মোঃ ইউনুছ, শাহ্ নুরুদ্দিন মাদ্রাসার শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নছর, সাবেক ইউপি সদস্য মোঃ শফি প্রমুখ। এছাড়াও প্রস্তুতি সভায় এলাকার সুশীল সমাজসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন