সমতলের সুবিধা নিয়ে পার্বত্যঞ্চলের শিশুরা স্কুলে যায়না : বান্দরবানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

NewsDetails_01

বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ধবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের লামা উপজেলার সরইস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। এসময় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার অর্ণিবান চাকমা, লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা খিংওয়ান নু, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি তিনকড়ি চক্রবর্তী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি এর সহধর্মিনী, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সহধর্মিনী সুর্বণা চৌধুরী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি আরো বলেন,২৬ হাজার ১৯৪টি স্কুল জাতীয়করণ হবার কথা থাকার পরও ইউএনডিপিসহ বেশ কয়েকটি স্কুল আমরা জাতীয়করণ করেছি। বর্তমানে আরো ১হাজার ৫শটি স্কুল সরকারী করার বাজেট করেছে। পরে এর সংখ্যা আরো বাড়বে বলেও তিনি জানান।

আরও পড়ুন