শুক্রবার-শনিবার বান্দরবানে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

NewsDetails_01

ilaktrick copyবান্দরবানে আগামী শুক্রবার ও শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের দোহাজারী গ্রিড উপ-কেন্দ্রের উন্নয়ন কাজের জন্য সাময়িক এঅসুবিধায় পড়বেন বান্দরবানবাসী। বুধবার বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি অফিস সংলগ্ন উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি বাস, কাপলার আইসোলেটর স্থাপন ও প্রয়োজনীয় মেরামত, সংরক্ষণ কাজ এবং সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছপালা শাখা প্রশাখা কর্তন কাজের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ।
যে সব এলাকায় বন্ধ থাকবে
বান্দরবান জেলা, বান্দরবান সদর উপজেলা, মন্ত্রী মহোদয়ের বাসভবন, জেলা জজ অফিস ও বাসভবন, ডিসি অফিস ও বাসভবন, ডিজিএফআই অফিস, সার্কিট হাউস, বাজার, সিভিল সার্জন অফিস, ফায়ার সার্ভিস, টাউন হল, উন্নয়ন বোর্ড, সরকারি কলেজ,জেলখানা, রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা আর্মি ক্যাম্প, ফারুক পাড়া,চিম্বুক, মিলনছড়ি, জেলা পরিষদ, লুম্বিনি, টিটিসি, বিএমটিএ, নীলাচল, মেঘলা, পর্যটন হোটেল-মোটেল, রামজাদি মন্দির, বাঘমারা বাজার, সদর হাসপাতাল, বিজিবি অফিস, পাবলিক হেলথ,আর্মি ক্যান্টনমেন্ট, ভেনাস রিসোর্ট, প্রান্তিক লেক, হলুদিয়া, রেইচা গোয়ালিয়া খোলা, লেমুঝিড়ি পাড়া,রোয়াংছড়ি বাসস্টেশন, কালাঘাটা, লালমিয়ার চর, ফারুক পাড়া এবং তৎসংলগ্ন এলাকা সমূহ।

আরও পড়ুন