শীতবন্ত্র বিতরণ করতে দূর্গম তিন্দুতে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা

NewsDetails_01

দূর্গম তিন্দুতে শীতবন্ত্র বিতরণ করছে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা
বান্দরবান পার্বত্য জেলার সবচেয়ে দুর্গম এলাকা থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে গরীব মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানচির তিন্দু ইউনিয়নের ৩৯টি গ্রামের ৪শ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়া থানছি সদর হাসপাতাল মেডিকেল টিমের উদ্যোগে সকাল থেকে বিনামূল্যে ঔষুধ বিতরণ ও চিৎকিসা সেবা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা,থানছি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা (রনি),তিন্দু ইউনিয়নে চেযারম্যান মংপ্রু অং মারমা, রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মারমাসহ আওয়ামীলীগে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
তিন্দু ইউনিয়নে ১নং ওয়ার্ডে সাবেক সদস্য সাইওয়ান মারমা জানান, তিন্দু ইউনিয়নে ৩৯-৪০টি গ্রামের লোকদেরকে মোট ৪শটি শীতবস্ত্র বিতরণ করেছি এবং যারা দূর থেকে আসতে পারে না তাদেরকেও তালিকা অনুযায়ী শীতবস্ত্র পৌঁছে দেওয়া চেষ্টা করেছি।

আরও পড়ুন