শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে সেনাবাহিনীর আয়োজনে চিকিৎসা শিবির

NewsDetails_01

নানা আয়োজনে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি পালিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় রাজারমাঠে সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা শিবির, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের জোবায়ের সালেহীন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা ও অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন