লামায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের লামা উপজেলায় যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। রবিবার এক দিনের সরকারি সফরে রাস্তা ও ব্রিজসহ আরও ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নের উপজেলার গজালিয়া ইউনিয়নের চিন্তাবর পাড়া রাস্তা ও গজালিয়া বমু খালের ওপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনের পর এলজিইডির তত্বাবধানে গজালিয়া-ফাইতং সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করবেন মন্ত্রী। এরপর গজালিয়া বাজারে পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্ভোধন শেষে গজালিয়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগদানের পাশাপাশি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ করেবেন তিনি। এর আগে তিনি গত ৮ এপ্রিল লামা সদর ইউনিয়ন ও রুপসীপাড়া ইউনিয়নে ব্রিজসহ ৯টি, ২০ এপ্রিল লামা পৌর বাস টার্মিনালসহ ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আরও পড়ুন