লামায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু !

NewsDetails_01

বান্দরবানের লামা উপজেলায় আবু মে মার্মা (১৩) নামের এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে লামা পৌরসভা এলাকার ছোট নুনারবিল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৮টার দিকে স্কুল ছাত্রী আবু মে মার্মার উচ্চ রক্তচাপ দেখা দিলে স্বজনেরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আবু মে মার্মা মহেশখালীস্থ আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য সকালে বায়না ধরে। মা-বাবা তাকে মন্দিরে যেতে না দিলে কিছুক্ষণ পর সে অভিমানে বিষপান করে। পরে মৃতের লাশ দাহ করে স্বজনেরা।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিউর রহমান মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই আবু মে মার্মা মারা যায়। তবে কি কিভাবে মারা গেছে তা জানিনা।
আবু মে মার্মা লামা উপজেলার ছোটনুনারবিল পাড়ার বাসিন্দা মংথোয়াই মার্মার মেয়ে ও লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এটি আতœহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু। তবে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামো. আনোয়ার হোসেন স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা শুনেননি বলে জানান।

আরও পড়ুন