লামায় ধাম্মাজীহ্না শিশু সদনের পাশে ফার্স্ট এইড ফাউন্ডেশন

NewsDetails_01

ধাম্মাজীহ্না শিশু সদনের শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ
বান্দরবানে লামা উপজেলার ধাম্মাজীহ্না শিশু সদনের ৭০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব্যাগ বিতরন করেছে বেসরকারী সংস্থা ফার্স্ট এইড ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের ধাম্মা জীহ্না শিশু সদন মিলনায়তনে এ সামগ্রী বিতরন হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দোহা তাপস। এতে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আইএইচপিডি’র নির্বাহী পরিচালক মংছিংপ্রæ মার্মা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহধর্মীনি, শিক্ষক উথোয়াই মার্মা, সমাজ সেবক মংশৈহ্লা, হেডম্যান ও কারবারীগন বিশেষ অতিথি ছিলেন। ফার্স্ট এইড ফাউন্ডেশনের এ মানবিক সহায়তা উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেডিকেলের হৃদরোগ বিভাগের প্রফেসর মহসিন ও তাঁর বন্ধুরা এবং ফার্স্ট এইড ফাউন্ডেশনের পরিবার স¦ার্ভিক সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন চেয়ারম্যান।

আরও পড়ুন