লামায় দুদকের গণশুনানি

NewsDetails_01

দুদক লগো
বান্দরবানের লামা উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদুক) গণশুনানি অনুষ্ঠিত হবে। ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চকরিয়া শাখা, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ চত্বরে এদিন সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে এ গণশুনানি। দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া ভূক্তভোগীরা গনশুনানিতে অংশ গ্রহন করে সরাসরি অভিযোগ তুলে ধরতে পারবেন। লামা উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা সমাজ সেবা অফিস এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ অন্যান্য অফিসের ওপর এ শুনানি অনুষ্ঠিত হবে। কোন সরকারি দপ্তরের সেবা পেতে কোন ধরনের হয়রানি বা দুর্নীতির শিকার হলে গণশুনানিতে অংশ গ্রহন করে অভিযোগ তুলে ধরার জন্য লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। #

আরও পড়ুন