লামায় ত্রিপুরা কল্যাণ সংসদের সংবর্ধনা

NewsDetails_01

লামায় ত্রিপুরা কল্যাণ সংসদের সংবর্ধনা
বান্দরবানের লামা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম ত্রিপুরা পাড়ায় এ সভা অনুষ্টিত হয়।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উপজেলা কমিটির সভাপতি মলিন্দ্র ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উপজেলা কমিটির সাধারন সম্পাদক বীরেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় এতে বান্দরবানের মানবাধিকার কর্মী দীনেন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ ত্রিপুরা, সাবেক সভাপতি উবিগ মোহন ত্রিপুরা, বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদের যুব ও ক্রীড়া সম্পাদক সুভাষ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বান্দরবান জেলা কমিটির সভাপতি সুঘেন্দু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের উপজেলা সভাপতি ইলিশাই ত্রিপুরা, ইউনিয়ন পরিষদ সদস্যা সৈতাতি ত্রিপুরা বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নেলশন ত্রিপুরা, অর্থ সম্পাদক জ্যোতি ত্রিপুরা, সহ-সভাপতি প্রশান্ত ত্রিপুরা, হানন্দে ত্রিপুরা কারবারী প্রমুখ। এর আগে ত্রিপুরা কল্যাণ সংসদ ও স্টুডেন্টস ফোরামের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধণা দেয়া হয়। উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম এ সংবর্ধণার আয়োজন করে। সভায় প্রধান অতিথি বাথোয়াইচিং মার্মা সংগঠনের জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
সভায় বক্তারা বলেন, এক সময় লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধ ছিলনা। বর্তমানে ‘ত্রিপুরা কল্যাণ সংসদ‘ গঠনের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা আরও বলেন, এ সম্প্রদায়ের মধ্যে অনেক কুসংস্কার লুকায়িত আছে। এ সম্প্রদায়ের স্বার্থে ওইসব কুসংস্কার চিহ্নিত করে সবাইকে একযোগে তা পরিত্যাগ করতে হবে। আর নিজের ও সমাজের উন্নয়ন করতে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তারা আরো বলেন, শুধু পাড়ার একজন শিক্ষিত হলে চলবেনা, আরেকজনকে শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে সহায়তা করতে হবে। তবেই এ সম্প্রদায়ের উন্নতি ঘটবে। শেষে সংগঠনের নেতারা বিভিন্ন ত্রিপুরা পাড়ার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

আরও পড়ুন