লামায় কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

NewsDetails_01

প্রকাশ বড়ুয়ার ‘চলে যাও আমি চাইনি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব বুধবার রাতে বান্দরবানের লামা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রথমবারের মত প্রকাশনা উৎসবটির আযোজন করে। প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে- লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী প্রভাষক ও সাহিত্যিক মো.তমিজ উদ্দিন, প্রধান শিক্ষক শফিউল আলম ও মো. কামাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক ও সাহিত্যানুরাগী সমীরন বড়ুয়া, মো. ফরিদ উদ্দিন, মো. নুরুর করিম আরমান, মহিউদ্দিন মাইকেল, মো. জয়নাল আবেদীন, মো. ইসমাইল, মংছিংপ্রু মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। কবি প্রকাশ বড়ুয়া বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা ফনিন্দ্র লাল বড়ুয়া (অব. প্রধান শিক্ষক) ও করুণা ময়ী বড়ুয়ার (অব. সহকারী শিক্ষিকা) ছেলে। ১৯৭৪ সালে তার জন্ম। পেশায় তিনি একজন বান্দরবান জেলার কৃষি বিভাগে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা। ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনে কন্ঠশিল্পী ও ২০১৩ সালে গীতিকার, ২০০৪ সালে বাংলাদেশ বেতারে কন্ঠশিল্পী ও ২০১৩ সালে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন কবি প্রকাশ বড়–য়া। ৬০টি কবিতার সমন্বয়ে সাজানো কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার আদিগন্ত প্রকাশন। বইটি প্রথম প্রকাশিত হয়, মাঘ ১৪২৩, ফেব্রুয়ারী ২০১৭ইং। বইটি এখন বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন