বান্দরবানের লামা উপজেলা থেকে গভীর রাতে অবৈধভাবে পাথর পাচারকালে ট্রাকভর্তি পাথরসহ এক গাড়ি চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা এলাকা থেকে এসব আটক করা হয়। আটককৃত পাথর নিলাম দিয়ে অবৈধ পাথর বহনের দায়ে ট্রাক চালক ও গাড়ির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২ হাজার টাকা অর্থ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। জানা গেছে, গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইয়াংছা এলাকায় অভিযান চালায়। এ সময় পাথর ভর্তি ট্রাক (যাহার নং- ঢাকা মেট্রো-ট ১১-৩১১২) ও চালককে আটক করে শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট চালককে ২ হাজার, গাড়ির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে ট্রাক ভর্তি পাথর ১০ হাজার টাকায় নিলাম দেয়া হয়। পাথরসহ ট্রাক চালককে আটকের পর অর্থদন্ডের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
এ টাই করা উচিত
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB