রোয়াংছড়িতে ১৩ হাজার ৫৯৬টি মশারি বিতরণ কার্যক্রমের উদ্বোধন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা মশারি বিতরণের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ১৩ হাজার ৫৯৬টি কীটনাশকযুক্ত মশারি বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ঘরনী’র যৌথ উদ্যোগে ৩ বছর মেয়াদি কীটনাশকযুক্ত মশারি বিনামূল্যে বিতরণ কর্মসূচী সোমবার সকালে আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রধান অতিথি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা কীটনাশকয্ক্তু মশারি বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় বেসরকারি সংস্থা ঘরনী (এনজিও) সহকারি কর্মকর্তা মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় এবং রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপির চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা, চট্টগ্রাম রেজিওনাল সেক্টর স্পেশিয়ালিষ্ট ব্রাক মো: শহিদুজ্জামান,সাতকানিয়া ম্যালরিয়া নিয়ন্ত্রক কর্মসূচী কর্মকর্তা (পিএম) মো: জাহাঙ্গীর আলম,উপজেলা ব্যাক ম্যানেজার শাহীন ইসলাম,উপজেলা ঘরনী ম্যানেজার মুফিজুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সরকারের সাথে সমন্বয় করে প্রত্যন্ত এলাকায় ম্যালরিয়া নির্মূলের লক্ষে নিরলস ভাবে কাজ কছে উন্নয়ন সংস্থাগুলো। আজ ৩৮৩টি বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায়১৩ হাজার ৫৯৬টি কীটনাশকয্ক্তু মশারি বিতরণ করা হবে বলে জানান ঘরনী সংস্থার ম্যানেজার মুফিজুর রহমান।

আরও পড়ুন