রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

NewsDetails_01

রোয়াংছড়িতে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথিরা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। এ দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকালে সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোমবার সকাল ৮টা রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যবামং মারমা। পরে কুচকাওয়াজ প্যারেডে পরিদর্শনে মাধ্যমে সালাম গ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মো: দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো: শহীদুল ইসলাম চৌধুরী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ্ সরকার,যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা পুলু প্রু মারমা প্রমুখ।
এছাড়া রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা,নোয়াপতং ইউপি চেয়ারম্যান উবা প্রু মারমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামছুর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা,উপজেলা প:প: কর্মকর্তা শান্তিজয় তঞ্চঙ্গ্যা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান ও ৫শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে রোয়াংছড়ি কলেজ,রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন