রুমায় ১১ সেপ্টেম্বরের আগে ভিজিএফ চাল বিতরণে নিশ্চয়তা

NewsDetails_01

ruma image-2 copyপবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলার রুমা উপজেলার অনুকূলে দু:স্থ ও অসহায় ৬ হাজার ১১২পরিবারের মাঝে সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ করতে ৬১মেট্রিক টন ১২০কেজি চাল বরাদ্ধ পাওয়া গেছে। ত্রাণ মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে এ চাল বরাদ্ধ প্রদান করেছে। তবে চারটি ইউপি‘র মধ্যে দুইটি ইউনিয়নে এখনো চাল আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে রুমা সদর ইউনিয়নে ২হাজার ৪৯২পরিবার বিপরীতে মাথা পিছু ১০কেজি হারে ২৪মেট্রিক টন ৯২০কেজি, পাইন্দু ইউনিয়নে এক হাজার ৩৬৭পরিবার বিপরীতে ১৩মেট্রিক টন ৬৭০কেজি, রেমাক্রী প্রাংসা ইউনিয়নে এক হাজার ২৪পরিবারের বিপরীতে ১০মেট্রিক টন ২৪০কেজি ও গালেঙ্গ্যা ইউনিয়নে এক হাজার ২২৯পরিবারের বিপরীতে ১২মেট্রিক টন ২৯০কেজি চাল উপ-বরাদ্ধ পাওয়া যায়। এসব চাল আগামী ১১সেপ্টেম্বরের আগেই আবশ্যিকভাবে বিতরণের নির্দেশনা রয়েছে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত গালেঙ্গ্যা ও রেমাক্রী প্রাংসা ইউনিয়নের কোনো ভিজিএফ চাল পৌঁছেনি। ফলে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে উপকারভোগীদের চাল বিতরণ করার কোনো নিশ্চয়তা নেই।

আরও পড়ুন