রুমায় মৎস্য শিকারের অপরাধে ২জনকে ১৫দিনের সাজা

NewsDetails_01

বান্দরবানের রুমা উপজেলার সদরের থানা লেকে সরকারি আদেশ অমান্য করে মৎস্য শিকারের অপরাধে দুইজনকে ১৫দিন করে সাজা দিয়েছে ভ্রম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শরিফুল হক এই দন্ড দেন। দন্ডিত হলো- মোহাম্মদ শাহেদ মিয়া ও আব্দুস সফুর। তারা লোহাগাড়া থানার পদুয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আরো জানা যায়, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রিত রুমা থানার সামনে একটি লেকে বেশ ক‘মাস ধরে চোরের চক্র রাতে মাছ শিকার করে আসছিল। বুধবার রাতে দুইজনকে যান্ত্রিক বড়শি দিয়ে মাছ ধরার সময় তাদের আটক করতে সক্ষম হয়। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। ইঞ্জিন চালিত মাছ ধরার বেশ ক‘টি বড়শিসহ যন্ত্র জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার কারায় দন্ডবিধি ১৮৬০এর ১৮৮ধারায় ধৃত এই দুইজকে ১৫দিন করে দন্ডিত করা হয়। তাদের ২২ডিসেম্বর জেলা সদর বান্দরবান জেলে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন