রুমায় মহান বিজয় দিবস পালিত

NewsDetails_01


রুমায় বিজয় দিবসে মাঠ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের রুমা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের পর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঠ পরিদর্শন করেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা দলে দলে শরীর চর্চা প্রদর্শন করেন। তাছাড়াও বালক-বালিকাদের নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের চারি দিকে কানা-কানায় লোজনের জমায়েতের সমাগম যে কোনো সময়ের অপেক্ষায় উপস্থিতির লক্ষণীয় ছিল।
এদিকে বিকাল চারটায় উপজেলা পরিষদ একাদশ বনাম নাগরিক একাদশ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে রাত ১২টায় ১মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনের বিজয়‘৭১-এ শহীদের শ্রদ্ধা জানিয়ে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রুমা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনসংহতি সমিতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাংগু কলেজ, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রমিকলীগ, রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় শ্রেণী কর্মচারি ক্লাব, বেসরকারি সংস্থা গ্রাউস, মারমা ইয়ুথ ওয়েফেয়ার এসোসিয়েশন, ঈগল স্পোর্টিং ক্লাব, কুকি-চীন জাতীয় উন্নয়ন সংগঠন(কেএনডিও),বড়ুয়াপাড়া যুব পরিষদ, মারমা যুব কেন্দ্রীয় কমিটি সান ফ্লাওয়ার সোসাইটি।
সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধাদের সম্বর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রুমা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়নি।

আরও পড়ুন