রুমায় বন্যপ্রাণী শিকারের অপরাধে একজনকে অর্থদন্ড

NewsDetails_01

বন্যপ্রাণী শিকারের অপরাধে এক ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত
অবাধে বন্যপ্রাণী শিকারের অপরাধে এক ব্যক্তিকে ৫শ টাকা জরিমানা হিসেবে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপরে বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হক এ জরিমানা করেন। দন্ডিত ব্যক্তির নাম সুলতান আহম্মদ। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার তৈতং এলাকায় বলে জানা গেছে।
জানা যায়, বুধবার দুপুর একটার দিকে বন্যপ্রাণী হরিণের একটি শাবক নিয়ে থানা পাড়ার এলাকায় প্রবেশ করেন সুলতান আহম্মদ নামে এক ব্যক্তি। বিষয়টি পুলিশের নজরে আসলে পাড়ার লোকজনের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ) এর ১৮ধারায় অবাধে বন্যপ্রাণী শিকারের অপরাধে সুলতান আহাম্মদকে ৫শ টাকা অর্থদন্ড দেন। উদ্ধারকৃত হরিণের শাবকটি বান্দরবানের মেঘলা মিনি চিড়িয়াখানায় ছেড়ে দিতে জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে প্ররণের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন