বান্দরবান সীমান্তের রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

NewsDetails_01

বান্দরবানের মেঘলায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো:আবদুল মান্নান
মিয়ানমার থেকে পালিয়ে আসা বান্দরবান সীমান্তের জিরো লাইনে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার। রোহিঙ্গাদের দ্রুত নিজের বাড়িঘরে ফেরার সুযোগ করে দিন,তাদেরকে নিরাপত্তা বিধান করুন। এই জাতীয় আলোচনা হয়। এক পর্যায়ে তারা রাজি হয়েছে, তারা তাদের কর্তৃপক্ষকে সাথে তারা যোগাযোগ করবে,জানাবে। বাস্তব অবস্থা যেগুলো তারা দেখেছে তারা তাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে তাদের বাড়িঘরে ফিরত নিতে প্রক্রিয়া তারা দ্রুত শুরু করবে। এমনটাই জানালেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো:আবদুল মান্নান।
বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্র মেঘলার নবনির্মিত চিড়িয়াখানার গেইটের উদ্বোধনকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো:আবদুল মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় কমিশনার আরো জানান,আমরা দেখি এসেছি মিয়ানমার সরকার রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কতটুকু করবে আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি।
বান্দরবান শহরের মেঘলা পর্যটন স্পটের নবনির্মিত চিড়িয়াখানার গেইটের এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিউল আলমসহ অনেকে।

আরও পড়ুন