“আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে গরীব দুস্থ ও অসহায়দের কল্যাণে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্টিত হয়েছে । বুধবার সকালে বান্দরবানের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এফডিএসআর পরিচালিত বান্দরবান সুর্যের হাসি ক্লিনিকের আয়োজনে এই স্বাস্থ্য মেলা অনুষ্টিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। সুর্যের হাসি ক্লিনিক সার্পেট গ্রæপের সভাপতি রুই প্রæ অং চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো.শামীম হোছাইন,ডা:ভানু মার্মা,ডা:মিথু ইসলাম, ডা:হাইমে প্রæ মার্মা ,সুর্যের হাসি ক্লিনিকের জেলা সমন্বয়কারী ও ক্লিনিক ম্যানেজার প্রমোদ মল্লিক,১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো:আবু ও মহিলা কাউন্সিলর উজলা তংচঙ্গ্যা, সুর্যের হাসি ক্লিনিকের প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার দত্ত, সুর্যের হাসি ক্লিনিকের সার্ভিস প্রমেটর মিলন বড়ুয়া, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক জয়নাল আবেদীনসহ প্রমুখ। এসময় স্বাস্থ্য জেলার প্রায় শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ওষধ বিতরণ করা হয় ।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB