বান্দরবানে ৩ দফা দাবী নিয়ে পরিষদ সচিব সমিতির অনশন

NewsDetails_01

বান্দরবানে পরিষদ সচিব সমিতির অনশন
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র বান্দরবান জেলা কমিটির সচিবরা তিন দফা দাবী নিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচী পালন করে।
এসময় বক্তারা বলেন, সচিব পদবী পরিবর্তন করে মূখ্য কর্মকর্তা ও ১০ম গ্রেড স্কেল প্রদান এবং বেতন, ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান ও ইউপি সচিবদের আর্থিক নিরাপত্তার জন্য পেনশন প্রদান করতে হবে। তাদের তিনদফা দাবী মেনে না নিলে সামনে কঠোর কর্মসূচী দেবারও ঘোষনা দেন তারা।
অনশন কর্মসূচীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র বান্দরবান জেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লিটন পাল, বৌধিসত্ব বড়ুয়া, মানিক বড়ুয়া, মংওয়েসিং মার্মাসহ ৩০জন সচিব অংশ নেয়।
এদিকে বিকাল পাঁচটার পর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তাদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গেন। পরে তারা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে স্বারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন