বান্দরবানের জীপ, কার, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা শহরে প্রচার-প্রচারনায় মেতে উঠেছে প্রার্থিরা। জীপ, কার, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবারের নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনকে ঘিরে তাই পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজেদের উন্নয়নে কাকে নির্বাচিত করলে ভাগ্যে পরিবর্তন হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে আলোচনা। নির্বাচনের প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজেদের পোস্টার লাগিয়ে প্রচার চালাচ্ছেন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে ঘিরে তাই পরিবহন শ্রমিকদের মধ্যে এই উৎসব আমেজ। এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: ইলিয়াছ ও দীলিপ, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মো: কামাল ও রশীদ। এছাড়া সহ-সভাপতি পদে দুইটি, সহ-সাধারণ সম্পাদক পদে পাঁচটি, সাংগঠনিক পদে তিনটি, অর্থ সম্পাদক পদে দুইটি, দপ্তর সম্পাদক পদে তিনটি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তিনটি পদে বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
Site Powered By DigitB