বান্দরবানে শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন করেছে জেলা প্রশাসন

NewsDetails_01

শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদর চেয়ারম্যান ক্য শৈ হ্লাসহ অন্যরা
পার্বত্য শান্তি চুক্তির ২০ তম বছর পূর্তি উদযাপন করছে বান্দরবান জেলা প্রশাসন। শান্তি চুক্তির ২০তম বছর পূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসুচী গ্রহণ করছে প্রশাসন। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে জমায়েত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ অংশ নেয় । পরে জেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতির মুক্তমঞ্চে অনুষ্টিত হয় কেক কাটা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদর চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো:শওকত আলী, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জোন কমান্ডার লে:কর্ণেল মশিউর রহমান জুয়েল ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।
আগামী ২রা ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর কারনে ২রা ডিসেম্বর এর পরিবর্তে এবার ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর নানা কর্মসুচির মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তির ২০বছর পূর্তি উদযাপন করবে প্রশাসন।

আরও পড়ুন