বান্দরবানে যাচাই বাছাই কমিটি নিয়ে মুক্তিযোদ্ধাদের অভিযোগ

NewsDetails_01

বান্দরবানে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি নিয়ে অভিযোগ করেছে বান্দরবানের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা । সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তারা।
বান্দরবান সদর উপজেলা সহকারী কমান্ডার মো: আবুল হোসেন, সুশীল বড়ুয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাধারণ সম্পাদক মো: জাফর আলম, সহ-সভাপতি মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ আলী, নির্বাহী সদস্য মো: আনোয়ার মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে নেই এমন ব্যক্তি দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। যা সরকারের নীতিমালা পরিপন্থি বলে জানান তারা।
এছাড়াও তারা আরও জানান, মৃত বীর মুক্তিযোদ্ধা এস্তাব মিয়ার ছেলে মো: আনোয়ার মিয়ার নিকট যাচাই বাছাই কমিটিতে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহহাব ৫০ হাজার টাকা দাবী জানান।
এদিকে বান্দরবান সদর উপজেলা সহকারী কমান্ডার মো: আবুল হোসেন জানান, যাচাই বাছাই কমিটিতে অভিযোগকারী হিসেবে আব্দুল ওয়াহহাব যে কথা গুলো বলে সে কথাগুলি লিপিবদ্ধ করেন সংশ্লিষ্ট কমিটি । যদিও বা উনি যাচাই বাছাই কমিটির কোন সদস্য পদে নেই । এদিকে বান্দরবান সদর উপজেলা সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) সুশীল বড়–য়া জানান, যাচাই বাছাই কমিটির নীতিমালা পরিপন্থি কোন ব্যক্তি আমাদের যাচাই বাছাই করতে পারে না । তাই আমরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের দ্বারা পুণরায় যাচাই বাছাই কমিটি করার জন্য আমরা আবেদন করছি । আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাধারণ সম্পাদক মো: জাফর আলম বলেন, কমিটি অবান্তর প্রশ্ন করে আমাদের নাজেহাল করেছে ।

আরও পড়ুন