বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’

NewsDetails_01

পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’: ছবি-বাটিং মার্মা
পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’: ছবি-বাটিং মার্মা
বান্দরবানে প্রথমদিনের মত উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’:। পাহােড়র প্রানের এই উৎসবকে কেন্দ্র করে শনিবার রাতে শহরের পুরাতন রাজার মাঠে আয়োজন করা হয়েছে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্টির আয়োজনে ও মারমা শিল্পী গোষ্টির পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশেসিং এমপি । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা।
পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’: ছবি-বাটিং মার্মা
পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’: ছবি-বাটিং মার্মা
এ সময় মারমা শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের নজর কাড়ে, অনুষ্ঠান উপভোগ করতে দূর দূরন্ত থেকে ছুটে আসে আদিবাসীরা। প্রবারণা পুর্ণিমা উপলক্ষে আগামীকাল রোববার রাজারমাঠে উড়ানো হবে হাজার হাজার রঙিন ফানুস, পাড়ায় পাড়ায় তৈরি করা হবে পিঠা-পুলি, যুবক যুবতিরা টানবেন রথ। সোমবার মধ্যরাতে শহরের সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবের।

আরও পড়ুন