বান্দরবানে দলগত জাতীয় সংগীত পরিবেশন

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে দলগত জাতীয় সংগীত পরিবেশন
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বান্দরবানে দলগত জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে দলগত জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুফিদুল আলম,সহকারী কমিশনার ভূমি নাজমা বিনতে আমীন,নেজারত ডেপুটি কালেক্টর আলী নূর খান,সহকারী কমিশনার শারমিন আক্তার,সহকারী কমিশনার রেদুওয়ানুল হালিম, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া,বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি,ক্যান্ট: পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো: ইয়াকুব, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধানন্দ বড়ুয়া,সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,সহকারী শিক্ষক মো. শহিদুল হক,সহকারী শিক্ষক সম্পা সেন,বালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাব উদ্দিন,আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবুল মনছুর, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক ললিত মোহন ভৌমিক, লালন পরিষদের সভাপতি দিলীপ বড়ুয়া,বজলুল করিম চৌধুরী কিন্ডার গাডেন স্কুলের প্রধান শিক্ষক শিবু কুমার ধরসহ বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রায় ৮ শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন