বান্দরবানে আমের ফলন বৃদ্ধিতে কৃষি সামগ্রী বিতরণ

NewsDetails_01

বান্দরবানে আমের উন্নত ফলন পাওয়ার লক্ষে রোগ-বালাই দমনে কৃষকের মাঝে উন্নত প্রযুক্তির পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বান্দরবান জেলা সদরের ফারুক পাড়ায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের হিল এগ্রিকালচারাল কম্পোনেন্ট- ৩ প্রকল্পের অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, হাটহাজারীর সহযোগিতায় শতাধিক কৃষকের মাঝে এসব উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার স্প্রেয়ার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমিন বলেন, বিভিন্ন রোগ বালাই এর কারণে বছরে প্রায় ৩০% আম নষ্ট হচ্ছে এবং সঠিক সময়ে বিজ্ঞান সম্মতভাবে স্প্রে করলে ঐ ক্ষতির ভাগ অনেকাংশেই কমানো সম্ভব। তিনি আরও বলেন, তিন পার্বত্যাঞ্চলে প্রকল্পের আওতায় গবেষণা সম্পন্ন করে ৮৮.৫% আমের ফলন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে ১২৭ জন আম চাষীদের মাঝে এ গবেষণা সম্পন্ন করে বান্দরবানে এ বছর ২২০০ মে:টন পোকা ও রোগ বিহীন আমের ফলন পাওয়া গেছে। এ সময় ফারুক পাড়ার কারবারী মালছম বমের সভাপতিত্বে কম্পোনেন্ট- ৪ প্রকল্পের প্রধান ড. মো: জামাল উদ্দিন, ড. মো: মোক্তাদির আলম, ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন রনি, মো: শরফুদ্দিন ভ‚ঁঞা, পুংকাল বম, লালহীছ বম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় এ বছর তিন পার্বত্য জেলায় ২৪১টি আমের বাগানে গবেষণাকৃত এ উন্নত পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করে আমের বালাই দমন করা সম্ভব হয়েছে। এর ফলে আগামী বছর রোগ বালাই মুক্ত আমের ফলন আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন কৃষি গবেষকরা।

আরও পড়ুন