বান্দরবানের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত

NewsDetails_01

বান্দরবন পার্বত্য জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে তদন্ত (যাচাই-বাছাই) শেষ করে বান্দরবান জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রস্তুত করা প্রতিবেদনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত পৃথক রিট আবেদন শুনানি করে সোমবার হাইকোর্টের পৃথক দু’টি বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে রুলও জারি করেছেন আদালত।
রুলে বান্দরবান পার্বত্য জেলার তদন্ত (যাচাই-বাছাই) শেষ করে বান্দরবান জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রস্তুত করা প্রতিবেদন কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
অপর রুলে বান্দরবান পার্বত্য জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যেমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, জামুকার মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) সহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
পৃথক দুই রিটের শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারাপতি মঈনুল ইসলামচৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বান্দরবানপার্বত্য জেলা সদর উপজেলার যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত ঘোষণা করে আদেশ দেন।
আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমাইয়ুন কবীর পল্লব। এ সংক্রান্ত অপর এক রিট শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিত করে আদেশ দেন।

আরও পড়ুন