“প্রাথমিক শিক্ষা পদক” অর্জন করলেন নাইক্ষ্যংছড়ির ইউএনও

NewsDetails_01

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র কাছ থেকে পুরষ্কার গ্রহন করছেন নাইক্ষংছড়ির ইউএনও  এএসএম শাহেদুল ইসলাম
প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র কাছ থেকে পুরষ্কার গ্রহন করছেন নাইক্ষংছড়ির ইউএনও এএসএম শাহেদুল ইসলাম
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলামকে মানসম্মত শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের হাতে এ পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। জেলা পর্যায়ে নাইক্ষংছড়ি উপজেলা এবার প্রাথমিক শিক্ষা পদক ২০০১৬ লাভের গৌরব অর্জন করেছে।
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, জাতীয় পর্যায়েও মানসম্মত শিক্ষায় নাইক্ষ্যংছড়ি উপজেলা বান্দরবানের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম হবে। সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ, পাহাড়ে নীরব চাঁদাবাজি ও অপহরণ,সংরক্ষিত বনাঞ্চলের বৃক্ষনিধন,পাথর উত্তোলন,শহর পরিস্কার পরিচ্ছিন্ন রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা,ইয়াবাসহ মাদক চোরাচালান,সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিন্ধান্ত গৃহিত হয়েছে।

আরও পড়ুন