পার্বত্য চট্টগ্রামে ইক্ষু চাষ সম্প্রসারণে কর্মশালা

NewsDetails_01

ইক্ষু চাষ সম্প্রসারণের কর্মশালায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা
তিন পার্বত্য জেলায় ইক্ষু চাষ সম্প্রসারণের জন্য সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করা হয়। বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিএসআরআই বায়োটেকনোলজি বিভাগ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল আলম, জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু মার্মা, তিং তিং ম্যাসহ অনেকে।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে হলে চাষাবাদের উপর গবেষণা করে নিত্যনতুন পদ্ধতিতে দেশে চাষাবাদ করে কৃষিতে আবাদ বাড়াতে হবে, তাতেই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে ইক্ষুচাষী, জনপ্রতিনিধি,সাংবাদিক ও উন্নয়ন সংস্থার কর্মীরা অংশগ্রহন করেন।

আরও পড়ুন