নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের বিজিপির গুলি

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে সীমান্ত পাহারা দিচ্ছেন বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুমব্রু ২নং পিলারের কাছে ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করেছে তারা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান জানান, এ ঘটনায় বাংলাদেশের ঘুমধুম সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।
তিনি আরো জানান, মিয়ানমারে সংর্ঘষের ঘটনার পর ভয় পেয়ে অনেক রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য ওই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অপেক্ষায় রয়েছে। রোহিঙ্গারা যাতে এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির কর্মকর্তারা সীমান্ত পাহারা দিচ্ছেন।
প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গা জঙ্গী ও সে দেশের নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের ঘটনায় অনেক হতাহতের ঘটনায় নিরাপদ আশ্রয়ের জন্য রোহিঙ্গারা ফের বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

আরও পড়ুন