নাইক্ষ্যংছড়িতে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের নিদর্শন এর প্রতিকৃত উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের নিদর্শন এর প্রতিকৃত উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্যের নিদর্শন ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর প্রতিকৃত এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই প্রতিকৃত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ছরওয়ার কামাল,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন স্থানটির নাম দেয়া হয় চিরজাগ্রত বাংলাদেশ চত্বর। স্থানীয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি স্থাপন করা হয় ।
পরে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর নাইক্ষ্যংছড়ি ছালেহ আহম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্টানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর ।

আরও পড়ুন