নাইক্ষ্যংছড়িতে তিনজন আটক

NewsDetails_01

20160901_174923 copyবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সন্দেহজনক গতিবিধির জন্য তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন তোফাজ্জল হোসেন তুহিন,ফয়সাল কাদির আকন্দ,আবু সাইদ রতন।
পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকালে সন্দেহজনক গতিবিধির কারনে এই তিন ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারস্থ রাবার বাগান মালিক আব্দুর রশিদ ভূলুর একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকা জেলার দক্ষিন বাড্ডার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র তোফাজ্জল হোসেন তুহিন, গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাসিন্দা এম এ কাদির আকন্দের পুত্র ফয়সাল কাদির আকন্দ এবং ঢাকার বাড্ডা থানার বাসিন্দা আবু তাহের’র পুত্র আবু সাইদ রতন আটককৃতরা কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বেংঢেভা নামক স্থানে ডেইরী ফার্ম করতে আসে বলে জানা যায়।
নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক দেখানো হয়েছে এবং সন্তোষজনক তথ্য প্রদান করতে পারলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন