নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

NewsDetails_01

নাইক্ষ্যংছড়িতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তন হল রুমে এ সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম তৌহিদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন।
সভায় আশ্রিত রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং যারা ত্রান প্রদান করবেন, তাদেরকে উপজেলা প্রশাসনকে অবগত করার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পে পর্যাপ্ত সেট তৈরী না হওয়ায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে নিতে বিলম্ব হচ্ছে। সেট তৈরী হওয়া মাত্রই আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে। এছাড়া সভায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে পরিবহণ যাত্রী হয়রানী নিয়ে ব্যাপক আলোচনা হয়।
মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন