থানচির দূর্গম এলাকায় বীর বাহাদুরের পক্ষে শীতবস্ত্র বিতরণ

NewsDetails_01

প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র পক্ষে শীত বস্ত্র বিতরণ করেছে ১৯৯৭ ব্যাচের সাবেক ছাত্রলীগ নেতারা
বান্দরবানের থানচি উপজেলার দূর্গম রেমাক্রি ও তিন্দু ইউনিয়নে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র পক্ষে শীত বস্ত্র বিতরণ করেছে ১৯৯৭ ব্যাচের সাবেক ছাত্রলীগ নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকালে থানচির রেমাক্রির নিউ মার্কেট এলাকায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় ৯৭ ব্যাচের ছাত্র জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাবেক সহ সভাপতি রাজেশ দাশ, পংকজ দাশ, সাবেক সহ সভাপতি ও পাহাড়বার্তা অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক এস বাসু দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনর রশিদ, সহ অর্থ সম্পাদক বিটু দাশ, নাসির উদ্দিন জুয়েল, পরিতোষ নাথ, ইউনিয়ন পরিষদ মেম্বার, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং পু অং মার্মাসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় ১হাজার শিশু-কিশোর ও বৃদ্ধদের বিভিন্ন ধরণের শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, প্রতিমন্ত্রীর বীর বাহাদুরের পক্ষে আমরা শীতার্থ মানুষের পাশে এসে দাড়িয়েছি, বীর বাহাদুর গরীব,দু:খি মানুষের কল্যানে কাজ করে, আমরা এই কাজের অংশিদার হতে পেরে গর্ববোধ করি।

আরও পড়ুন