থানচিতে হালনাগাদ ভোটার তালিকা প্রনয়নে সভা

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলায় সুষ্ঠু, সুন্দর,নির্ভূল ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বিষয়ে উপজেলা সমন্বয় কমিটি সভা মঙ্গলবার সকাল ১০টা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, অন্যান্য মধ্যে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবদুল শুকুর, অফিসার ইন্চার্জ মোহাম্মদ আবদুর সাক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা ( অনুপম) ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, মং প্রু অং মারমা,জিয়াঅং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুকুর জানান, হালনাগাদ ভোটার তালিকা তথ্য সংগ্রহ ২৫ শে জুলাই শুরু করে ৯ই আগষ্ট শেষ হবে ,সংগ্রহীত তথ্যনুসারে উপজেলা ৪টি ইউনিয়নের ৩২১ জন ভোটার নতুনভাবে তালিকা অর্ন্তভূক্ত হবে। পূর্বে ভোটার থেকে মৃত ব্যক্তিদের বাদ পড়েছে ২৫০জন,স্থানান্তর করেছে ৪৪জন সংগ্রহীত ভোটার তালিকানুসারে আগামী ২৮ শে সেপ্টেম্বর বলিপাড়া,২৯ শে সেপ্টম্বর তিন্দু,৩০ শে সেপ্টেম্বর রেমাক্রী ও ১ লা অক্টোবর থানচি সদর ইউনিয়ন পরিষদ এলাকা পূর্ব নির্ধারিত ছবি তোলা ক্যাম্পে কার্যক্রম শুরু হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, আগামী ১৩ই সেপ্টেম্বর ১৭ তারিখে সংগ্রহীত ভোটার তালিকানুসারে উপজেলা কমিটি এই সংক্রান্ত আবেদন ফরম যাচাই বাচাই করা হবে এবং সভায় আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও গোয়েন্দাসংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন