জেনে নিন রাজপূণ্যাহ মেলার কখন কি অনুষ্ঠান

NewsDetails_01

রাজপূণ্যাহ’য় বোমাংরাজা উ চ প্রু চৌধুরী। (ফাইল ছবি)
বান্দরবানের বোমাং রাজার ১৪০তম ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব কাল বৃহস্পতিবার থেকে স্থানীয় রাজারমাঠে শুরু হবে। আর শহরের রাজার মাঠে অনুষ্ঠিতব্য মেলা উপভোগ করার জন্য এক নজরে দেখে নিন মেলার অনুষ্ঠান সূচী।

NewsDetails_03

?? সকাল ০৯.০০ ঘটিকায়- অতিথি অভ্যর্থনা।
?? সকাল ০৯.৩০ ঘটিকায়- অতিথিবৃন্দের আসন গ্রহন।
?? সকাল ১০.০০ ঘটিকায়- অতিথিবৃন্দের সম্ভাষণ।
?? দুপুর ১২.০০ ঘটিকায়- আনুষ্ঠানিক রাজস্ব আদায় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
?? রাত ০৮.০০ ঘটিকায়- প্রীতি নৈশভোজ (রাজবাড়ী) প্রঙ্গন।
?? রাত ১০.০০ ঘটিকায়- রাজবাড়ীর মাঠে উন্মুক্ত যাত্রা অনুষ্ঠান।

প্রসঙ্গত, মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়া মেলায় যোগ দিতে আরো আসছেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডঃ মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া আরো উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ দেশি বিদেশি বিভিন্ন অতিথিরা।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত রাজপুণ্যাহ উপলক্ষে স্থানীয় রাজার মাঠে বসবে মেলা, যাত্রাপালা,পুতুল নাচ,সাংস্কৃতিক অনুষ্টানসহ থাকবে নানান আয়োজন। জেলার ১০৯টি মৌজার অধিবাসীরা রাজপূণ্যাহ উৎসবে রাজাকে প্রদান করবে বাৎসরিক খাজনা।

আরও পড়ুন