জেনে নিন বান্দরবানের “রাজপূণ্যাহ”র কখন কি অনুষ্ঠান

NewsDetails_01

বান্দরবানের “রাজপূণ্যাহ”
বান্দরবানের “রাজপূণ্যাহ”
আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর বান্দরবান বোমাং সার্কেল এর ঐতিহ্যবাহী ১৩৯তম রাজস্ব আদায়ী উৎসব “রাজপূণ্যাহ” মেলা শুরু হচ্ছে । শহরের রাজার মাঠে মেলাকে ঘিরে এখন থেকে যেন সাজসাজ রব।

NewsDetails_03

মেলার প্রথমদিন ২১ ডিসেম্বর কখন কি অনুষ্ঠান জেনে নিন একনজরে

✿ সকাল ৯টায় অতিথি অভ্যর্থনা।
✿ সকাল ৯.৩০ টায় অতিথিদের আসন গ্রহন।
✿ সকাল ১০ টায় অতিথিবৃন্দের সম্ভাষণ।
✿ দুপুর ১২ টায় আনুষ্ঠানিক রাজস্ব আদায় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
✿ সন্ধ্যা ৭ টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক মিলনায়তনে মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
✿ রাত ৮ টায় অতিথিদের প্রতি নৈশভোজ।
✿ রাত ১০ টায় রাজবাড়ী মাঠে উন্মুক্ত যাত্রা অনুষ্ঠান।

আরও পড়ুন