চিকিৎসা সেবা ক্যাম্পিংয়ে যোগ দিতে নাইক্ষ্যংছড়ি সফরে যাচ্ছেন মেহ্লাপ্রু

NewsDetails_01

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু দুই দিনের চিকিৎসা সেবা ক্যাম্পিং করতে কাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরে যাচ্ছেন।
উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন আহব্বায়ক তসলিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার দুটি প্রত্যন্ত দুর্গম এলাকায় সমাজ সেবিকা মিসেস মেহ্লাপ্রু’র ব্যক্তিগত পৃষ্টপোষকতায় গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা ক্যাম্পিং করবেন।
আগামী ১৬ ফেব্রুয়ারী চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ১৭ ফেব্রুয়ারী সোনাইছড়ি জুনিয়র হাইস্কুল মাঠে পৃথক দুটি চিকিৎসা ক্যাম্প চলবে। উক্ত চিকিৎসা ক্যাম্পিং এ অংশগ্রহন করতে কাল নাইক্ষ্যংছড়ি আসবেন ৭ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম।এতে অংশ নেয়ার কথা রয়েছে, বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন, ডাঃ অংশৈপ্রু মার্মা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ মংছালু মার্মা, বান্দরবন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভানু মার্মা, মেডিকেল অফিসার নাইক্ষ্যংছড়ি ডাঃ মংহ্লা প্রু মার্মা, ডাঃ পলাশ চৌধুরী, ডাঃ মুবিনুল হক চৌধুরী ডাঃ সালমান কবির খান প্রমুখ।
বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষুধ প্রদান ক্যাম্প এর সমন্নয়ক হিসেবে থাকছেন বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মংক্যচিং চৌধুরী।

আরও পড়ুন