ঐতিহ্য আর সংস্কৃতিতে উৎসবমুখর পরিবেশ : বীর বাহাদুর

NewsDetails_01

শান্তি চুক্তি হওয়ার পর পার্বত্যঞ্চলে একটি সুষ্ঠ পরিবেশ সৃষ্টি হয়েছে । যার যার ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে মনখুলে উৎসবমুখর পরিবেশে সব কিছু পালন করতে পারে । আর এই সুষ্ঠ পরিবেশ বজায় থাকার কারণে পার্বত্যঞ্চলও ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ।

বৃহস্পতিবার সকালে সাংগ্রাই উৎসবের শোভাযাত্রা শেষে স্থানীয় রাজার মাঠে সাংবাদিকদের এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।

পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আরো বলেন, মারমাদের সাংগ্রাই উৎসব হলেও প্রত্যেক জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে । যা মহামিলনে পরিণত হয়েছে । এ সময় তিনি পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানান ।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু সহ আরো অনেকে ।

এর আগে তিনি মারমা সম্প্রাদায়ের বর্ষবরণের উৎসব সাংগ্রাই এর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন । শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

শোভাযাত্রা শেষে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বয়স্কদের উদ্দেশ্যে বয়স্ক পূজায় অংশগ্রহণ করেন পার্বত্যমন্ত্রী ।

আরও পড়ুন